মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অনুপ্রেরণায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুমের অর্থায়নে রূপগঞ্জের ৩ হাজারম পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি করোনা মহামারির ২য় পর্যায় অব্যাহতভাবে এ ভাইরাস সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজনকে সচেতন করতে এ কর্মসূচী গ্রহণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার উত্তর ব্রাহ্মনখালী, শিমুলিয়ার হাটে আগত ক্রেতা বিক্রেতাদের মাঝে এসব স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন সোহেল, সমাজসেবক দুলাল মালুম, শরীফ মালুম, হাই উল ভুঁইয়া, শামীম আহম্মেদ, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও দাউদপুর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল মালুম,কবীর মালুম, সায়েম মীর, বাদল জন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমেদ রিয়াদ প্রমূখ। এরআগে প্রথমবার করোনাকালীন স্থানীয় হত-দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা, মুক্তিযোদ্ধাদের অর্থ ও ফল ঝুড়িসহ খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁর সূযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নির্দেশনায় এবং যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অনুপ্রেরণায় করোনাকালে সর্বাত্মকভাবে নিন্ম আয়ের মানুষের পাশে থাকতে মাঠে রয়েছি। প্রিয় সংগঠন আওয়ামী যুবলীগ আমাকে পদ দিয়ে উৎসাহিত করেছেন। এ সময় দলকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।