বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রাথমিক জেনারেল বডির (জিবি) মেম্বার হয়েছেন মালুম গ্রুপের চেয়ারম্যান শাহীন মালুম।
শনিবার (১১ জুন) ২০২৩-২০২৫ মেয়াদে এফবিসিসিআই‘র পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় জিবি মেম্বার (সাধারণ পরিষদের সদস্য) হিসেবে মনোনীত হন তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মালুম পূর্বাচল মালুম সিটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমানে তিনি পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান, পূর্বাচল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ও মালুম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ও বিএবি ব্রিক ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক, ভূলতা জেনারেল হসপিটালের সহকারী পরিচালকসহ লায়ন ক্লাব বুড়িগঙ্গা সিটির মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শাহীন মালুম এফবিসিসিআই পরিচালক নির্বাচনে প্রার্থী হতে চান। এ ব্যাপারে তিনি সাধারণ পরিষদের সব সদস্যের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
শাহীন মালুম
কিশোর বয়স থেকেই সমাজের উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতিবিদ বা সমাজকর্মী হিসাবে পরিচয় ছাড়াও তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গণমানুষের চাহিদা পূরণের জন্য বেশ কয়েকটি কোম্পানি স্থাপন করেছেন। শাহীন মালুম, মালুম গ্রুপ ও পূর্বাচল মেডিলাইফ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি মালুম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, পূর্বাচল মালুম সিটি এবং পূর্বাচল ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও, তিনি B.A.B ব্রিক ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
আরও পড়ুন : ( https://shahinmalum.com/2025/01/14/shahin-malum-is-a-bangladeshi-politician/ )